এখনো স্বাভাবিক হয়নি পূর্ব লাদাখে ভারত-চীন সংঘাত। আর তারই মধ্যেই এমন ছবি সামনে এল, জাতীয় দল সীমান্তে ও নয়াদিল্লি বেজিং সম্পর্কের উত্তাপ আরো বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঔ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট এর ছবিতে পরিষ্কার হয়ে গিয়েছে, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম তৈরি করে ফেলেছে শি জিনপিং এর সরকার। নয়াদিল্লি এখনো এই নিয়ে কোনো মন্তব্য না করলেও, বিষয়টার উপর নজর রয়েছে বলে সাউথ ব্লকের একাধিক সূত্রে খবর।



ভারত,চীন, ও ভুটান এই তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা গিরিপথ। এই গিরিপথের জংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে নিজেদের ভূখন্ডগত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছি। সম্প্রতি প্রকাশিত এমনই একটি রিপোর্ট উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, তাতে এই তিনটি গ্রাম তৈরি ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলি ঢুকলাম থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে।



প্লানেট ল্যাব নামে একটি সংস্থা টি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, এ বছরের 17 ই ফেব্রুয়ারি একটিমাত্র গ্রাম ছিল। তাতে কুড়িটি কাঠামো ছিল। 28 শে নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরো অন্তত তিনটি কাঠামোর যুক্ত গ্রাম তৈরি হয়ে গিয়েছে।অর্থাৎ এই গ্রামপুলশ 17 ই ফেব্রুয়ারি থেকে 28 নভেম্বরের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি গ্রাম প্রায় পঞ্চাশটি কাঠামো বাড়ি রয়েছে। সবগুলি কাঠের তৈরি। এক কিলোমিটার দূরত্বে তৈরি হয়েছে এই তিনটি নতুন গ্রাম। সবকটি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলো পাকান পিচের তৈরি।ওই গ্রামগুলিতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে বলে একটি সূত্রে খবর।





পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সংঘর্ষ শুরু হয়েছিল মে মাসের গোড়ার দিকে। 15 জুন গালওয়ান উপত্যকায় নজিরবিহীনচীনে সংঘর্ষে বিপুল প্রাণহানি এবং তারপর দফায় দফায় কূটনৈতিক ও সামরিক স্তরের আলোচনার পরেও সেই সংঘাত মেটেনি। কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, নয়াদিল্লি যখন পূর্ব লাদাখ নিয়ে ব্যস্ত ছিল, সেই ফাকির সুকৌশলে এই গ্রাম গুলি তৈরি করে ফেলেছে বেজিং। আজ তার জেরেই ভারত-চীন বন্ধু আরো বাড়তে চলেছে বলে কূটনৈতিক মহলের দাবি।



আপনার কি মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে!

Post a Comment

নবীনতর পূর্বতন